মোহাম্মাদ আলী, রাজশাহী অফিস : রাজশাহীর পুঠিয়া উপজেলার সর্বত্র এখন হলুদের বিশাল সমারোহ। চারদিকে সরিষার হলুদ রঙে ভরে উঠেছে ফসলের মাঠ। কৃষকরা আশা করছেন সরিষার বাম্পার ফলনের।
পুঠিয়া উপজেলায় এবারে অভাবনীয় সাফল্যের আশায় বুক বেঁধেছেন চাষিরা। সরিষা ক্ষেতে চাষীদের চোখে মুখে সেই যেন আনন্দের হাসি। উপজেলার বিড়ালদহ বিহারীপাড়া গ্রামের সরিষা চাষী জমসেদ জানান, এবারে ভাল ফলন হয়েছে। তবে সরিষার ফলনে দৃষ্টি যেন জুড়িয়ে যায়। শিবপুর গ্রামের কৃষক শাহিন রেজা জানান, শীতে সরিষা চাষে কোন সমস্যা হচ্ছেনা। ফলন ভাল হয়েছে। প্রতি বিঘায় ৬ থেকে ৮মন সরিষা উঠতে পারে।
পুঠিয়া উপজেলা কৃষি অফিসার মুনজুরুল ইসলাম জানান, এ মৌসুমে উপজেলাতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১২শ হেক্টর জমিতে। যার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ১৩শ মেট্রিক টন। তবে এবছরে সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা শিবপুর হাট ব্লকের মো: মাজেদুল ইসলাম জানান, এবছরে আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার বাম্পার ফলন হবে। ফলে কৃষকের মুখে হাসি ফুটবে। সরিষা একটি লাভ জনক ফসল। বেশি ভাগ ক্ষেত্রে সরিষা চাষ ঝুঁকিমুক্ত। তবে প্রতি বছরে উপজেলাতে সরিষার চাষ বাড়ছে।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Next Post