অজয় ঘোষ, পুঠিয়া-রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় মাদক বিরোধী প্রচারণা মাস জানুয়ারি ২০১৭ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানবন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা সদরে ঢাকা-রাজশাহী মহাসড়কের উত্তর পার্শ্বে মানবন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সালাউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার নাজমা নাহার, সহকারী কমিশনার ভূমি শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ জাহীদুল হক প্রমুখ। মানববন্ধন শেষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া একই দিনে সাড়ে ১১ টার দিকে পুঠিয়া উপজেলার পালোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক এর নেতৃত্বে মানবন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ম্যানেজিং কমিটির সভাপতি সহ শিক্ষক, শিক্ষিকা কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে একই দিনে সাড়ে ১১ টার দিকে পুঠিয়া উপজেলার নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের মানবন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, প্রধান শিক্ষক আফরোজ হোসেন, নন্দনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রুবাইয়া প্রমুখ।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Prev Post
Next Post