অজয় ঘোষ, পুঠিয়া-রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় মাদক বিরোধী প্রচারণা মাস জানুয়ারি ২০১৭ উপলক্ষে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানবন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বেলা ১১ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা সদরে ঢাকা-রাজশাহী মহাসড়কের উত্তর পার্শ্বে মানবন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ সালাউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার নাজমা নাহার, সহকারী কমিশনার ভূমি শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ জাহীদুল হক প্রমুখ। মানববন্ধন শেষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়া একই দিনে সাড়ে ১১ টার দিকে পুঠিয়া উপজেলার পালোপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক এর নেতৃত্বে মানবন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ম্যানেজিং কমিটির সভাপতি সহ শিক্ষক, শিক্ষিকা কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে একই দিনে সাড়ে ১১ টার দিকে পুঠিয়া উপজেলার নন্দনপুর উচ্চ বিদ্যালয়ের মানবন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, প্রধান শিক্ষক আফরোজ হোসেন, নন্দনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রুবাইয়া প্রমুখ।
Prev Post
Next Post