পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় মাদক ব্যাবসায়ী ও সেবনকারীসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
পুঠিয়া থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী ও সেবনকারীসহ ৭ জনকে আটক করেছে।
আটককৃতরা হলেন-রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর গ্রামের মকবুল হোসেনের পুত্র মুকুল (৪৫), একই উপজেলার কাজিরপাড়া গ্রামের বাদশা মিয়ার পুত্র আনছার আলী (৪০), বানেশ্বর গ্রামের মৃত আমজেদের পুত্র বিচ্ছেদ আলী (৪৬), জোতভগিরতপুর গ্রামের মৃত মুসা শাহ্ এর পুত্র নাজমুল হক (৪৬) ও তার ভাই রুবেল মিয়া (২৬), একই গ্রামের এনামুল হকের পুত্র আবু মিয়া (২২), মোজ্জেমের পুত্র মজনু (২৭) এবং বেলপুকুর গ্রামের জাহিদুল ইসলামের পুত্র ভুট্টু মিয়া (২৬) আটক করে।
এদের মধ্যে ৫ জনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার মোঃ নুরুজ্জামান এর নিকট ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে মুকুল, আনছার, নাজমুল এবং রুবেল এর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে। আর মজনুর ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।