পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : মে দিবস উপলক্ষে রাজশাহী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন আয়োজনে পুঠিয়ায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১০ টার দিকে রাজশাহী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে একটি র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কার্যালয় মাঠে শেষ হয়। সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাজশাহী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক আব্দুর রহমান পটল, সহঃ সাধারণ সম্পাদক মহির উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সহ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। পরে সংগঠনের পক্ষ থেকে শ্রমিকের মৃত্যু, পুঙ্গু, মেয়েদের বিবাহ ও শিক্ষা ভাতায় প্রায় ৯ লক্ষ টাকা তাদের পরিবারের মধ্যে বিতরণ করেন।