অজয় ঘোষ, পুঠিয়া-রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় মে দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বেলা ১১ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা সদরে অবস্থিত রাজশাহী জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন মে দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা এবং মিলাদ মহফিল অনুষ্ঠিত আয়োজন করে। এতে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি লুৎফর রহমান, সহ-সভাপতি নুরুল আমিন, সাধারণ সম্পাদক আব্দুর রহমান পটল, সহ-সাধারণ সম্পাদক মহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ কে.এম শাহিন, ক্রিড়া সম্পাদক মতিউর রহমান, প্রচার সম্পাদক নুরুল হুদা লাড্ডু, সড়ক সম্পাদক সহিদুল ইসলাম, কার্যকরী সদস্য মনিরুল ইসলাম, উজ্জল প্রামানিক, আনোয়ার হোসেন হর শাহ্ আলম, আহসান আলী, শবদুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে মৃত শ্রমিক সদস্যর ৫ পরিবারকে ৪৫ হাজার করে টাকা, ৮ জন শ্রমিক সদস্যর মেয়ের বিবাহের জন্য ২০ হাজার করে টাকা, ৩ জন শ্রমিক সদস্যর সন্তানদের পড়াশুনার খরচ বাবদ ৫ হাজার করে টাকা প্রদান করেন।