পুঠিয়ায় মোটরসাইকেল থেকে পরে মেকার নিহত! আহত ১
অজয় ঘোষ, পুঠিয়া-রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় মোটর সাইকেল থেকে পরে মেকার নিহত ও তার বন্ধু আহত হয়েছে।
ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ১২ টা ৫০ মিনিটের দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ধোকড়াকুল বাজরের মোটরসাইকেল মেকার পাপ্পু (২৮) ও তার বন্ধু রেজাউল করিম (২৩) পুঠিয়ায় যাওয়ার পথে ধোপাপাড়া বাজারের পার্শ্বে একটি ভ্যানকে ওভারটেক করার সময় পেছন থেকে আসা খালি ট্রাক (সিলেট-ট-১১-০৪২০) পাশ্বাপাশি চল আসলে পাপ্পু হাইডোলিক বেরেক করলে তারা মোটরসাইকেল নিয়ে পড়ে যায়। এ সময় স্থানীয়রা তাদেরকে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পাপ্পুকে মৃত ঘোষণা করে। এছাড়া আহত রেজাউলকে পুঠিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দূঘর্টনার পর ট্রাকের ড্রাইভার ও হেলপার ট্রাক রেখে পালিয়ে যায়।
নিহত পাপ্পু পুঠিয়া উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের ভরতমাড়িয়া গ্রামের মোস্তফা কামালের পুত্র ও আহত রেজাউল একই ইউনিয়নের কাশিয়াপুর গ্রামের কালামের পুত্র বলে জানা গেছে।