পুঠিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১২
পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার সহ প্রায় ১২ জন আহত হয়েছে।
পবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের জেলার পুঠিয়া উপজেলার তারাপুুর বাজার নামক স্থানে রাজশাহী থেকে ছেড়ে আসা রংপুর গামী যাত্রীবাহী বাস রায়েম পরিবহন (রাজশাহী মেট্রো-ব-১১-০০৮২) তারাপুর বাজার নামক স্থানে এলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা রাজশাহী গামী একটি মালবাহী ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৬৪০৩) সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকের হেলপার সহ যাত্রীবাহী বাসের প্রায় ১২ জন যাত্রী আহত হয়েছে।
আহতরা হলেন- ট্রাকের হেলপার রাহেন (২২), চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুর এলকার রুহুল আমিন (৪২), নাটোর বনবেলঘরিয়া এলাকার লিটন (৩২), রংপুরের বৃষ্টি (২৮), নাটোরের আলাউদ্দিন (৫০), রাজশাহীর সম্রাট (১৮), বাগমারার দয়াল হওলাদার (২৭) এবং মেহেরপুরের আঃ মান্নান (২৩) হাসপাতালে ভর্তি হয়। এছাড়া বাঁকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায়। আহতদের মধ্যে ট্রাকের হেলপার রাহেন এর অবস্থা আশঙ্কাজন হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।