পুঠিয়ায় শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত

0 ৯৬০

পুঠিয়া প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরণ কর্মসূচীর শিক্ষা সেবিকা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রাথমিক শিক্ষার্থী ঝড়ে পরা রোধ করার বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করেন আশা-রাজশাহী (পুঠিয়া) জেলা।
সোমবার দিনব্যাপী সেবিকা সম্মেলন ও কর্মশালায় সভাপতিত্ব করেন আশা-কেন্দ্রিয় কার্যালয়ের জয়েন্ট ডিরেক্টার রিজওয়ানুল আলম। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মামুনুর রহমান, সহকারী শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌস, আশা-রাজশাহী বিভাগের ভারপ্রাপ্ত ডিভিশনাল ম্যানেজার শফিকুল ইসলাম, উপজেলা ইউআরসি’র ইন্সেট্রাকটর দিল আফরোজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এনজিওর শিক্ষা সুপারভায়েজার ও ৬ উপজেলার ম্যানেজারগণ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.