পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : জাতীয় শোক দিবস উপলক্ষে রাজশাহী পুঠিয়ায় শ্রমিক লীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার বিকেল ৪ টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রহমান পটলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সভাপতি আবদুল্লাহ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, পৌর মেয়র রবিউল ইসলাম রবি, আওয়ামীলীগ নেতা গোলাম ফারুক, আবু বক্কার সিদ্দিক, জি.এম হিরা বাচ্চু সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Next Post