অজয় ঘোষ, পুঠিয়া-রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সচেতনতা মূলক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ এসএম একরামুল হক এর সভাপতিত্বে সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সচেতনতা মূলক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভুঞা, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আসলাম উদ্দিন, থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, আওয়ামী লীগ নেতা শরীফ কাজী, আব্দুস সামাদ, বনেশ্বর ইউপি চেয়ারম্যান গাজী সুলতান, বেলপুকুরিয়া ইউপি চেয়ারম্যান বদিউদজ্জামান প্রমুখ।
Prev Post
Next Post