পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া ‘সমাজসেবায় দেশ গড়ি, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা সমাজসেবা অধিদপ্তর এর সহযোগিতায় উপজেলা প্রশাসন কর্তৃক জাতীয় সমাজ সেবা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালীটি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জি. এম. হিরা বাচ্চু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ জাহিদুল হক, সমাজসেবা অফিসার মোঃ ওবায়দুর রহমান প্রমুখ। এছাড়াও উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী, সাংবাদিক ও সাধারণ জনগন উপস্থিত ছিলেন।
এ সময় ক্যান্সার রোগী ২ জন কে অর্থ সহযোগীতা ও ঋণের অর্থ বিতরণ করা হয়।