পুঠিয়ায় স্বর্ণের দোকানে চুরি সংঘটিত

0 ১,৪৪৯

অজয় ঘোষ, পুঠিয়া-রাজশাহী : রাজশাহীর পুঠিয়া বাজারে দিনের বেলায় স্বর্ণের দোকানের তালা ভেঙ্গে অভিনব কায়দায় চুরি সংঘটিত হয়েছে।
রাজশাহী জেলার পুঠিয়া বাজারে অবস্থিত পলাশ জুয়েলার্সে মালিক পলাশ কুমার দাস জানান, সোমবার দুপুর ২ টার দিকে আমি আমার কাজে বানেশ্বর ব্যাংকে যায়। সে সময় দোকানের কর্মচারীরা দোকান বন্ধ করে খাবার খেতে যায়। খাওয়া-দাওয়া শেষে কর্মচারীরা দোকানে এসে দেখে দোকানের সামনের প্রধান ফটকের তালা পরিবর্তন করে দরজায় নতুন তালা ঝুলানো। কর্মচারীরা থানায় খবর দিলে এসআই গৌতম চক্রবর্তী ও তার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাওয়ার পরে তালা ভেঙে দেখা যায় দোকানের বিভিন্ন স্বর্ণালংকার প্রায় ১৩ ভরি সহ প্রায় সাড়ে ৪ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরেরা।
এ ব্যাপারে থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, স্বর্ণের দোকানে চুরির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.