পুঠিয়ায় সড়ক দূর্ঘটনায় এসএসসি পরিক্ষার্থী নিহত

0 ৯৮৬

পুঠিয়া-রাজশাহী : রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর ট্রাফিক মোড়ে যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ট হয়ে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।
পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাবিবুর রহমান জানান, সোমবার দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে আড়ানী এলাকার সাইদ এর ছেলে সোহান (১৬) ও তার এক বন্ধুর সাথে মোটরসাইকেলে করে বেলপুকুরিয়ার জামিড়া তার নানার বাড়ি থেকে গ্যাস উঠানোর জন্য বানেশ্বরে আসছিল। এমন সময় বানেশ্বর ট্রাফিক মোড়ে আসলে সেখানে দাড়িয়ে থাকা একটি অবৈধ হিউমান হোলারের দরজা খুললে তার সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ সে পড়ে যায়। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা সবুজ বাংলা যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনা স্থলে সোহানের মৃত্যু হয়।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com