পুঠিয়া প্রতিনিধি : পুঠিয়া উপজেলার মোল্লাপাড়া হাটে অবৈধ স্থাপনা তৈরী বন্ধে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়েছে। উক্ত অভিযান পরিচালনা করেন পুঠিয়া সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোছাঃ রুমানা আফরোজ।
জানাযায় শুক্রবার সকালে অবৈধভাবে মোল্লাপাড়া হাটের সরকারী জমিতে স্থাপনা নির্মাণের সময় ঘটনাস্থলে স্থাপনা তৈরীকারী পুঠিয়া উপজেলার খোকসা গ্রামের আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিনের ছেলে মোঃ আনোয়ার হোসেনকে আটক করেন। এবং তাকে অবৈধ স্থাপনা অপসারণ করতে বলা হয়। আইনত বাধ্য হওয়া সত্বেও তিনি অবৈধ স্থাপনা অপসারণ না করে ইচ্ছাকৃতভাবে দায়িত্বপ্রাপ্ত সরকারী কর্মকর্তাকে অসহযোগিতা করার অপরাধে বাংলাদেশ দন্ডবিধি ১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৩ দিনের বিনাশ্রম করাদন্ড প্রদান করা হয়। পরবর্তীতে নির্মিতব্য অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এবং উক্ত হাটসহ অন্যান্য সকল হাটে ইতোপূর্বে নির্মিত অবৈধ স্থাপনাসমূহ খুব শীঘ্রই উচ্ছেদ করা হবে এবং অবৈধ স্থাপনা নির্মাণকারী সকলকে আইনের আওতায় আনা হবে বলে জানান সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, মোছাঃ রুমানা আফরোজ।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.