পুঠিয়ায় ২ মাদক সেবীকে কারাদন্ড

0 ১,২৪২

050412133363660201অজয় ঘোষ, পুঠিয়া-রাজশাহী : রাজশাহীর পুঠিয়ায় ২ জন মাদক সেবীকে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে থানার এসআই মতিউর রহমান ও তার সঙ্গীয় ফোর্স রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ধোকড়াকুল এলাকা থেকে মাদক সেবনের দায়ে আনিছুর রহমানের পুত্র সুজন (২৫) কে আটক করে।
অপরদিকে থানার এসআই গৌতম ও তার সঙ্গীয় ফোর্স রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার ধোপাপাড়া এলাকা থেকে মাদক সেবনের দায়ে একই উপজেলার বিরালদহ বাজার এলাকার আফাজ উদ্দিনের পুত্র মোহন (২৫) কে আটক করে।
সন্ধায় মাদক সেবীদের কে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুজ্জামান এর নিকট হাজির করলে সুজনকে ১ বছরের ও মোহনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com