অজয় ঘোষ, পুঠিয়া-রাজশাহী : ‘হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে’ শ্লোগানে বাংলাদেশ গ্রাম থিয়েটার রাজশাহীর পুঠিয়ায় ৩ দিন ব্যাপী ১৪ তম বাংলা লোকনাট্য উৎসব-২০১৭ এর উদ্ধোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সন্ধায় অনুষ্ঠানের উদ্ধোধন করেন উদ্ধোধক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা। এতে প্রধান অতিথি ছিলেন, প্রধান অতিথি পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম এমপি, বিশেষ অতিথি বাংলাদেশ গ্রাম থিয়েটার এর প্রধান উপদেষ্টা অধ্যাপক হাসান আজিজুল হক, আত্রাই-রানীনগর এর সংসদ সদস্য ইসরাফিল আলম, লালপুর-বাগাতিপাড়ার সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ, বাংলাদেশ গ্রাম থিয়েটার এর সভাপতি মন্ডলীর সদস্য অধ্যাপক ড.লুৎর রহমান, সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়না। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রাম থিয়েটার এর সভাপতি মন্ডলীর সদস্য ও ১৪ তম বাংলা লোকনাট্য উৎসব-২০১৭ এর প্রধান সমন্বয়কারী কাজী সাইদ হোসেন দুলাল। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সভাপতি নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। অনুষ্ঠানটির আয়োজন করেন পুঠিয়া থিয়েটার। এতে আর উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার ভূমি শফিকুর আলম, আওয়ামীলীগ নোত অধ্যক্ষ মনিরুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) রকিবুল হাসান প্রমুখ।
বাংলাদেশ গ্রাম থিয়েটার এর সভাপতি মন্ডলীর সদস্য ও ১৪ তম বাংলা লোকনাট্য উৎসব-২০১৭ এর প্রধান সমন্বয়কারী কাজী সাইদ হোসেন দুলাল জানান, পুঠিয়া রাজবাড়ী মাঠে ১৪ তম বাংলা লোকনাট্য উৎসব-২০১৭ আগামী ১৬ মার্চ বৃহস্পতিবার থেকে শুরু হয়ে ১৭ মার্চ শুক্রবার এবং ১৮ মার্চ শনিবার শেষ হবে। এই তিন দিন প্রতিদিন বিকাল ৪ টা থেকে মধ্য রাত পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান মালা চলবে বলে জানান।
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Next Post