পুঠিয়ায় ৪মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

0 ৭৭৭

rajshahiপুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়ায় প্রায় ৪ মাস পর কবর থেকে এক গৃহবধূর লাশ উত্তোলন করেছে।
জানা গেছে, চলতি বছর আগষ্ট মাসের ১ম সপ্তাহে গৃহবধূ রওশনারা বেগম মারা যায়। সে সময় তার পরিবারের পক্ষ থেকে হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানা যায়। তার কিছু দিন পর রওশনারা বেগমের মেয়ে বাদী হয়ে রাজশাহীর একটি আদালতে হত্যা মামলার দায়ের করে। এরই সূত্র ধরে মামলার তদন্তকারী অফিসার পিবিআই-এর পুলিশ পরিদর্শক শহিদুল্লাহ মামলার তদন্তের জন্য রওশনারা বেগমের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য আদালতের নিকট আবেদন করে। আদালত লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য নির্দেশ দিলে বুধবার সকাল ১০ টার দিকে নির্বাহী ম্যাজিষ্ট্রেট শান্তনু কুমার দাস এর নেতৃত্বে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের গোলাম মোস্তফার স্ত্রী রওশনারা বেগম (৫০) এর লাশ এলাকার গরস্থানের কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ সময় পিবিআই-এর পুলিশ পরিদর্শক শহিদুল্লাহ ও পুঠিয়া থানার এসআই মতিউর রহমান ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.