মোহাম্মাদ আলী, রাজশাহী অফিস : রাজশাহীর পুঠিয়া বাসস্ট্যান্ড এলাকায় রোববার সকাল পৌনে ৭টার দিকে অভিযান চালিয়ে পাথর বোঝাই ১টি ট্রাক থেকে ৮৯২ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে র্যাব-৫।
আটককৃতরা হলো, নগরীর শাহমখদুম থানার ভুগরইল এলাকার তসলিমের ছেলে সোহেল রানা (২৬), নগরীর বড়বনগ্রাম এলাকার আব্দুস সালামের ছেলে নূর মোহাম্মদ (১৮) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মঞ্জুর হোসেনের ছেলে লাল মাহমুদ (৪০)।
র্যাব-৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর থেকে পাথর বোঝাই ট্রাকে করে (রাজশাহী মেট্রো ট-০২-০০৬০) ফেনসিডিল আসছে।
পরে র্যাব-৫ এর রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের স্কোয়াড্রন লিডার কেবিএম মোবাশ্বের রহিমের নেতৃত্বে ১টি অপারেশন দল পুঠিয়া বাসস্ট্যান্ড এলাকায় ট্রাকটির গতিরোধ করে। তল্লাশি চালিয়ে ৮৯২ বোতল ফেনসিডিল উদ্ধার ও ৩ মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়। এছাড়া ৪৫৮ সিএফটি পাথরসহ ট্রাকটি জব্দ করা হয়।
Next Post