পুঠিয়া প্রতিনিধিঃ রাজশাহী পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চুর ১ বছর পূর্তি উপলক্ষে র্যালী ও শোভাযাত্রা করেছে তার দলীয় নেতাকর্মীরা। মঙ্গলবার বিকেল টায় উপজেলা চত্বরে উপজেলা চেয়ারম্যানের অফিসের সামনে থেকে র্যালী ও মোটরসাইকেল শোভাযাত্রাটি প্রথমে উপজেলা ঝলমলিয়া বাজার হয়ে উপজেলার শেষ সীমানা গাওপাড়া সেনভাগ গিয়ে তা পুনরায় বানেশ্বর বেলপুকুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
র্যালী ও মোটর-সাইকেল সোভাযাত্রায় উপজেলা আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোটর-সাইকেল সোভায় যাত্রায় শত শত নেতকর্মী উপজেলা চেয়ারম্যান জি.এম হিরা বাচ্চুর নামে শ্লোগান দিতে থাকে। পরে মোটরসাইকেল সোভাযাত্রাটি উপজেলার বানেশ্বর বাজার ও বেলপুকুরে গিয়ে শেষ হয়।