পুঠিয়া প্রতিনিধি : পুঠিয়া উপজেলা বিনএপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রবিবার বিকালে জেলা বিএনপির আহবায়ক ও সাবেক চারঘাট উপজেলা চেয়ারম্যান আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছে। কমিটির আহবায়ক করা হয়েছে সাবেক ছাত্রদল নেতা ও কেন্দ্রিয় কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিককে ও যুগ্ন আহবায়ক করা হয়েছে সাবেক পুঠিয়া থানা বিএনপির যুগ্নসম্পদক ও সাবেক শিলমাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পদক আবু হায়াতকে। এছাড়াও এন্তাজুল হক বাবুকে সদস্য সচিব ও বাকি ৫০ জন নেতাকর্মীকে সদস্য করে ৫৩ সদস্যের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
জেলা বিএনপির আহাবয়ক জানান, পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সকল ইউনিয়ন কমিটি গঠন করবে। পরে সকল ইউনিয়নের কমিটির নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে পূর্ণাঙ্গ উপজেলা বিএনপির কমিটি গঠন করা হবে।