অজয় ঘোষ, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : ‘দুর্যোগের প্রস্তুতি সরাক্ষণ আনবে টেকসই উন্নয়ন’ শ্লেগানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে রাজশাহীর পুঠিয়া র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্টান অনুষ্ঠিত হয়।
শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে দিবসটি উপলক্ষে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চিত্রাঙ্কন প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শফিকুর আলম, মৎস্য অফিসার সাহেদ আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সালাউদ্দিন আল ওয়াদুদ, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান এবং বিআরডিবি’র ওমর ফারুক প্রমুখ।