পুঠিয়া দরিদ্র লতিফ বুঝে পেল বন্দোবস্তকৃত খাস জমি

0 ১,১৪৮

14203677_1648069088839325_999065335_oঅজয় ঘোষ, পুঠিয়া-রাজশাহী : জশাহীর পুঠিয়ায় ভূমিহীন অতি দরিদ্র  আব্দুল লতিফকে ১২-১৩ অর্থবছরে ৫ শতক কৃষি খাসজমি বন্দোবস্ত দেয়া সহকারী কমিশনার ভূমি মোঃ লিয়াকত আলী সেখ।
জানাগেছে, হলেও অদ্যাবধি তাকে দখল বুঝিয়ে দেয়া হয়নি মর্মে মোঃ আব্দুল মোনায়েম মনি নামে এক ব্যক্তি এসিল্যান্ডের দৃষ্টি আকর্ষণ করে সোমবার ফেসবুকে স্ট্যাটাস দেন। পুঠিয়ার এসিল্যান্ড মোঃ লিয়াকত আলী সেখ এই স্টাটাস দেখতে পেয়ে পাইকপাড়া ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও উপ-সহকারী ভুমি কর্মকর্তাকে জমি বুঝিয়ে দেবার জন্য প্রস্তুতি নিতে বলেন। এই স্টাটাসের ভিত্তিতে সহকারী কমিশনার (ভুমি) মোঃ লিয়াকত আলী সেখ, কানুনগো এটিএম মিরাজ আলী, সার্ভেয়ার বিপুল চন্দ্র, পাইকপাড়া ইউনিয়ন ভূমি অফিসের ভারপ্রাপ্ত ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও উপ-সহকারী ভুমি কর্মকর্তা সরেজমিন উপস্থিত হয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে মাপ-জোখপূর্বক পুঠিয়ার ধোপাপাড়া গ্রামের মতিউর রহমান এর পুত্র দরিদ্র ভুমিহীন আব্দুল লতিফকে ৫ শতক ধানি খাসজমির দখল বুঝিয়ে দেন। এ সময় সহকারী কমিশনার ফেসবুকে স্টাটাসদাতাকে ধন্যবাদ জানান। পুঠিয়া উপজেলা ভুমি অফিস এবং এর অধীন ইউনিয়ন ভুমি অফিসসমুহ থেকে ভোগান্তিহীন ভাবে  দ্রুত নাগরিক সেবা পেতে ফেসবুক ব্যবহার করার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন।

Leave A Reply

Your email address will not be published.