পুঠিয়া-ভবানীগঞ্জ রাস্তা নির্মাণে ১৩০ কোটি টাকা বরাদ্ধ

0 ৪৬৯

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া-তাহেরপুর-ভবানীগঞ্জ ২৭ কিলোমিটার সড়কের জন্য ১৩০ কোটি টাকা একনেকে অনুমোদন হয়েছে। সড়কটি ২৪ ফুট চওড়া করা হবে। দীর্ঘদিন ধরেই সড়কটি চলাচলের অযোগ্য ছিলো।

অথচ এই সড়কটি রাজশাহীর পুঠিয়া, তাহেরপুর পৌরসভা, ভবানীগঞ্জ পৌরসভা ও বাগমারা উপজেলাসহ নওগাঁর বেশকিছু এলাকার মানুষের যোগাযোগের প্রধান সড়ক ছিলো।

রাজশাহী ৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর ডাঃ মনসুর রহমানের প্রচেষ্টা ও যোগাযোগে অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তাটি নির্মাণের জন্য ১৩০ কোটি টাকা বরাদ্ধ করেছেন।

এমপি বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তাটি অবহেলিত ছিলো। আমি রাস্তাটি করার জন্য যোগাযোগ করেছিলাম সড়ক পরিবহন ও যোগাযোগ মন্ত্রনালয়ে। পরে পরিকল্পনা মন্ত্রনালয়েও যোগাযোগ করেছিলাম।

আমার প্রচেষ্টার পরিপ্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী সদয় হয়ে এই রাস্তাটি একনেকে অনুমতি দিয়েছেন। রাস্তাটি ২৪ ফুট চওড়া ও ২৭ কিলোমিটার দীর্ঘ হবে।

এতে এঅঞ্চলের লাখ লাখ মানুষ উপকৃত হবেন। একারণে এলাকাবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি।

Leave A Reply

Your email address will not be published.