পুষ্প ২ : আল্লু অর্জুন নিচ্ছেন ১২৫ কোটি, বিক্রি করতে চান ১০০০ কোটিতে

0 ৪১৯
সিনেমার দৃশ্যে আল্লু অর্জুন। ছবি : সংগৃহীত

ব্লকবাস্টার হওয়া ‘পুষ্প : দ্য রাইজ’ সিনেমার দ্বিতীয় কিস্তিতে দর্শক পুষ্পর সঙ্গে পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করা মালয়ালাম অভিনেতা ফাহাদ ফাসিলের লড়াই দেখার অপেক্ষায়। দ্বিতীয় কিস্তি, অর্থাৎ ‘পুষ্প : দ্য রুল’ সিনেমার শুটও চলছে পুরোদমে।

এর মাঝে নতুন খবর এসেছে, সিনেমাটিতে বিশেষ চরিত্রে যুক্ত হয়েছেন সাই পল্লবী।

এখন খবর, শুট শেষ করার আগেই সিনেমাটির সকল ভাষার প্রেক্ষাগৃহ স্বত্ব ১০০০ কোটি রুপি দাবি করছে প্রযোজনা প্রতিষ্ঠান। আর সিনেমাটির মূল আকর্ষণ আল্লু অর্জুন এই সিনেমার জন্য পারিশ্রমিক দাবি করেছেন ১৫০ কোটি রুপি, শেষ পর্যন্ত তাঁকে রাজি করানো গেছে ১২৫ কোটি রুপিতে। হায়দ্রাবাদ ও তেলেঙ্গানা ভিত্তিক এক দৈনিকের বরাতে এমন খবর প্রকাশ করেছে নিউজ১৮।

‘পুষ্প : দ্য রুল’-এর বাজেট ৪০০ কোটি রুপি। প্রথম কিস্তির বাজেট ছিল ১৯৪ কোটি রুপি।

সুকুমার পরিচালিত ‘পুষ্প : দ্য রাইজ’ ২০২১ সালের ১৭ ডিসেম্বর তামিল, তেলেগু, মালয়ালাম, হিন্দি ও কন্নড় ভাষায় মুক্তি পায়। অন্ধ্র প্রদেশের চিত্তোর জেলার একটি প্রত্যন্ত অঞ্চলের চোরাকারবারি নিয়ে সিনেমার গল্প; যেখানে দেখানো হয় লাল চন্দন কাঠের চোরাকারবার। বক্স অফিসে ঝড় তোলে সিনেমাটি। আল্লুর বিপরীতে সাড়া জাগান রশ্মিকা মন্দানা।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com