পুুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ও মাদক ব্যবসায়ী মোঃ সুজন আলী বাবুকে (৩০)গ্রেফতার করেছে র্যাব-৫।
এ সময় তার কাছ থেকে বিদেশী পিস্তল-১টি, ওয়ান শুটারগান-১টি, ম্যাগাজিন-২টি, গুলি-৫ রাউন্ড, ২ হাজার ৬শ ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ২টি মোবাইল সেট-,৩টি সীমকার্ড এবং ১টি মেমোরীকার্ডসহ তাকে গ্রেফতার করা হয়। আটক মাদক ব্যবসায়ী বাবু নামাজগ্রাম মোঃ আবুল কালামের ছেলে। বৃহস্পতিবার দুপুরে র্যাব-৫,-এর পরিচালকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা নিশ্চত করা হয়েছে।
ঘটনার বিবরণে থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২০ নভেম্বর রাত্রী ২২:৫০ ঘটিকায় র্যাব-৫, রাজশাহী এর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে বিদেশী পিস্তল, শুটারগান, ম্যাগজিন, গুলি ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতেনাতে গ্রেফতার করেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের সংশ্লিষ্ট ধারায় পুঠিয়া থানার মামলা নং-১৪।