রাজশাহীতে পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

0 ৩৯৪

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : পেঁয়াজের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও বাজার মনিটরিং জোরদার করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকালে নগরীর সাহেব-বাজার জিরোপয়েন্টে ওয়ার্কার্স পার্টির রাজশাহী মহানগর শাখা এ কর্মসূচির আয়োজন করে।

প্রায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সভাপতিত্ব মহানগর ওয়ার্কার্স পার্টির সভাপতি লিয়াকত আলী লিকু। বক্তব্য দেন- সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, সম্পাদকম-লীর সদস্য এন্তাজুল হক বাবু, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সিরাজুর রহমান খান জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলা শাখার সভাপতি ফেরদৌস জামিল টুটুল, নগর যুবমৈত্রীর সভাপতি মনিরুজ্জামান মনির প্রমুখ।

তারা বলেন, পেঁয়াজের সি-িকেট সরকারের চেয়ে বেশি শক্তিশালী হয়ে গেছে। পেঁয়াজের মূল্যবৃদ্ধির কারণে পাল্লা দিয়ে নিত্যপ্রয়োজনীয় অন্য দ্রব্যগুলোরও দাম বাড়ছে। এখন মানুষ বাজারে গেলে নাজেহাল হন। আর বাণিজ্যমন্ত্রী বড় বড় কথা বলেন। এই মূহুর্তে তার মন্ত্রীত্বে থাকার যৌক্তিক অধিকার নেই। ব্যর্থতা স্বীকার করে এখনই তার পদত্যাগ করা উচিত। আমরা তার পদত্যাগ দাবি করছি।

বক্তারা বলেন, কিছু দিন আগে রাজশাহীর বাজারে প্রশাসন লোকদেখানো অভিযান চালালো। বললো, ৬০ টাকার বেশি দামে পেঁয়াজ বিক্রি করলে গ্রেপ্তার করা হবে। আজ সাহেববাজারে ২৫০ এবং অন্যস্থানগুলোতে ২৮০ থেকে ৩০০ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে। কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মন চাইলেই ২০ টাকা করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে। এতে সরকারের বদনাম হচ্ছে। মানুষের মনে অসন্তোষ বিরাজ করছে। তাই আমরা দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানাই। সেইসঙ্গে নিয়মিত বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানাই। তা না হলে দেশের সব শ্রেণি-পেশার মানুষ রাস্তায় নামবে।

মানববন্ধন কর্মসূচি পরিচালনা করেন ওয়ার্কার্স পার্টির নগর সম্পাদকম-লীর সদস্য মনির উদ্দিন পান্না। কর্মসূচিতে পার্টির নগর সম্পাদকম-লীর সদস্য সাঈদ চৌধুরী, আবদুল মতিন, নাজমুল করিম অপু, জাতীয় শ্রমিক ফেডারেশনের জেলার সাধারণ সম্পাদক অসিত পাল, নগর যুবমৈত্রীর সাধারণ সম্পাদক আবদুল খালেক বকুল, নারী মুক্তি সংসদের জেলার সাধারণ সম্পাদক শাহিনা বেগম, নগর ছাত্রমৈত্রীর সভাপতি জুয়েল খান, সাধারণ সম্পাদক স¤্রাট রায়হানসহ ওয়ার্কার্স পার্টি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.