আলমগীর,বিনোদন :
পৃথিবীর নিয়তি’ ছবিতে রাশেদ মোর্শেদ ও রাবিনা এতিম ও প্রতিবন্ধীদের সাহায্যার্থে ‘পৃথিবীর নিয়তি’ শিরোনামের চলচ্চিত্রটির প্রদর্শনীর আয় ব্যয় করা হবে। এ ছাড়াও অসহায়, অসুস্থ বা প্রয়াত সংগীত ও অভিনয় শিল্পীরা এই ছবির আয় থেকে সহায়তা পাবেন। যা বাংলাদেশে একটি ব্যতিক্রমী উদ্যোগ। পরিবার ও বন্ধুদের নিয়ে আনন্দময় পরিবেশে দেখার মতো গল্পনির্ভর চলচ্চিত্র ‘পৃথিবীর নিয়তি’।
আগামীকাল সারাদেশে মুক্তি পাবে ছবিটি। এই ছবিতে অভিনয় করেছেন লড়াকু হিরো রুবেল, রাশেদ মোর্শেদ, রাবিনা বৃষ্টি, সানজানা ও আশা আনমনা, সিরাজ হায়দার, রেবেকা, ইলিয়াস কোবরা, আমীর সিরাজীসহ আরও অনেকে। কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন, মমতাজ, এসআই টুটুল এবং নায়ক রাশেদ মোর্শেদ। পরিচালনা করেছেন শেখ শামীম। প্রযোজনা মাল্টি লিঙ্কেজ প্রডাকশন লি.। পরিবেশনায় আশা প্রডাকশন। উল্লেখ্য, নায়ক গায়ক রাশেদ মোর্শেদ প্রয়াত পরিচালক শহিদুল ইসলাম খোকন পরিচালিত ‘ভালোবাসা সেন্ট মার্টিনে’ জনপ্রিয় নায়িকা শাবনূরের বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করে সুনাম কুড়িয়েছেন।