প্রথমবারের মতো জুটি বাঁধছেন অনন্ত-বর্ষা!
আলমগীর, বিনোদন : ‘গ্রামীণফোন’, ‘যমুনা মোটরসাইকেল’, ‘জেলটা মোবাইল’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার পরে এবার কোমলপানীয় ম্যাক্স কোলার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন চিত্রনায়ক অনন্ত জলিল। এবার সঙ্গে থাকছেন নায়িকা বর্ষাও।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর এর দায়িত্ব পালনের পাশাপাশি এ পণ্যের বিজ্ঞাপনেও দেখা যাবে তাদের। মজার ব্যাপার হল সিনেমাতে জুটি হলেও বিজ্ঞাপনে প্রথমবারের মতো জুটি বাধছেন তারা।
৭ জানুয়ারি শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে অনন্ত- বর্ষার সঙ্গে পণ্যটির এক বছরের চুক্তি স্বাক্ষরিত হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন, ম্যাক্স কোলার চিফ অপারেটিং অফিসার ওয়ারেসুল হাবিব, প্রাণের মিডিয়া ডিরেক্টর সুজন মাহমুদ, এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেডের হেড অব মার্কেটিং অরুনাংসু ঘোষ, ক্যাটাগরি ম্যানেজার নুরুল আফরোজ প্রমুখ।
চুক্তি শেষে অনন্ত জলিল বলেন, ‘গ্রামীণফোনের ইমার্জেন্সি ব্যালেন্সের ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তের কাজ’ এই সংলাপটি এখনও সকলের মুখেমুখে শোনা যায়। আর এবার নতুন করে প্রাণ-আরএফএল গ্রুপের ‘ম্যাক্স কোলা’র মতো জনপ্রিয় একটি কোমলপানীয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলাম। অন্য বিজ্ঞাপনের মতো ম্যাক্স কোলার বিজ্ঞাপনেও ইতিহাস গড়তে চাই।,
অন্যদিকে ‘চাকা ওয়াশিং পাউডার’ এর ‘স্মরণ কালের শ্রেষ্ঠ ধোলাই’ এমন একটি সংলাপের মাধ্যমেও আলোচিত হয়েছিলেন বর্ষা। ম্যাক্স কোলার বিজ্ঞাপনে দেখা যাবে তাকেও।
বর্ষা বলেন, ‘ম্যাক্স কোলার বিজ্ঞাপনের মাধ্যমে অনন্তর সঙ্গে প্রথমবার বিজ্ঞাপনে কাজ করতে যাচ্ছি। ভাবতেই ভীষণ এক্সাইটেড লাগছে। আমার বিশ্বাস, আমাদের দু’জনকে দর্শক একসঙ্গে পেলে নতুন করে আবারও আলোচনা হবে।’
ম্যাক্স কোলার চিফ অপারেটিং অফিসার ওয়ারেসুল হাবিব বলেন, ‘অনন্ত-বর্ষা দম্পতি তাদের চমৎকার রসায়নের মাধ্যমে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। আশা করছি, এই জুটি ম্যাক্স কোলার সঙ্গে সম্পৃক্ত হওয়ায় পণ্যটির জনপ্রিয়তা দ্বিগুণ হবে।’