প্রথমবারের মত উপস্থাপনায় অনন্ত-বর্ষা

0 ১,০৮৭

বিনোদন ডেস্ক : দেশীয় চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় জুটি অনন্ত জলিল ও বর্ষাকে এবার দেখা যাবে উপস্থাপকের ভূমিকায়। একুশে টেলিভিশনের এবারের ঈদ-উল- ফিতরের বর্নাঢ্য অনুষ্ঠানমালায় প্রথমবারের মত এই দুই চিত্র তারকাকে দেখা যাবে উপস্থাপনায়। তবে দুজনে একসাথে দেখা যাবে না উপস্থাপনায়। ঈদ-উল- ফিতর উপলক্ষে একুশে টেলিভিশনের জন্য নির্মিত সাত পর্বের বিশেষ অনুষ্ঠান ”আমার ছবি, আমার গান” এর ভিন্ন ভিন্ন পর্বে সাত জন চলচ্চিত্র তারকার উপস্থাপনা করবেন। এই অনুষ্ঠানের ঈদের তৃতীয়দিন অনন্ত জলিল এবং ঈদের ষষ্ঠদিন বর্ষার উপস্থাপনায় ভিন্ন ভিন্ন দুটি পর্বে দর্শক উপভোগ করবেন। তারকাদের নিজেদের অভিনীত চলচ্চিত্র থেকে ১০টি গান নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটির প্রতিটি পর্ব। প্রতিটি গানের পূর্বে শ্যুটিং করতে গিয়ে নিজেদের অভিজ্ঞতা নিজেরাই বর্ননা করেছেন। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠানটি ইতিমধ্যে ধারন করা হয়েছে। এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন,”উপস্থাপনার বিষয়টি আমার নিজের কাছে ইন্টারেষ্টিং লেগেছে, তারপর আমার নিজের গান নিয়ে কথা। তাই আর দেরী করলাম না, এক কথায় রাজী হয়ে গেলাম। আশা করি অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগবে।” সোহেল রানা সবুজ ও সিফাত তন্ময়ের প্রযোজনায় ঈদের প্রথম দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৮টায় ”আমার ছবি, আমার গান” অনুষ্ঠানটি প্রচারিত হবে।

Leave A Reply

Your email address will not be published.