প্রধানমন্ত্রীর আশ্বাসে শিক্ষকদের অনশন প্রত্যাহার

0 ৪৯৬
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্বাসে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা অনশন প্রত্যাহার করে নিয়েছেন।
শুক্রবার (৫ জানুয়ারি) টানা ষষ্ঠ দিনের মতো অনশন কর্মসূচি অব্যাহত রেখেছিল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। অবশেষে প্রধানমন্ত্রীর ঘোষণা পেয়ে শিক্ষকরা অনশন প্রত্যাহার করে নেন।উল্লেখ্য, ৩১ ডিসেম্বর থেকে টানা এ কর্মসূচি শুরু করে শিক্ষকরা। অনশনে এ পর্যন্ত প্রায় দেড়শতাধিক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন। তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ব্রেকিংনিউজ।

Leave A Reply

Your email address will not be published.