প্রযোজক পরীমনির আত্মপ্রকাশ আজ

0 ৮২০

আলমগীর,বিনোদন :
পরীমনি চলচ্চিত্র প্রযোজনার সংস্থার আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে আজ শুক্রবার। প্রতিষ্ঠানের নাম রাখা হয়েছে সোনার তরী মাল্টিমিডিয়া।

আজ বিকালে বিএফডিসি’র ৭ নম্বর ফ্লোরে এর আনুষ্ঠানিক ঘোষণা ও প্রতিষ্ঠানটির লগো উন্মোচন করবেন আলোচিত এই নায়িকা।

পরীমনি জানান, তার প্রিয়কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা থেকে প্রযোজনা প্রতিষ্ঠানটির নাম ঠিক করেছেন।

এ প্রসঙ্গে আগাম কোনও মন্তব্য করতে না চাইলেও আজকের আয়োজনের দাওয়াতপত্রে পরীমনি এভাবে লেখেন, খুব ছোটবেলায় পড়েছি ‘আ গুড স্টার্টস মিনস হাফ ডান’- কথাটি এখনও মনে আছে বলেই ‘সোনার তরী’র শুরুটা আপনাদের সাথে নিয়ে করতে চাই।

এদিকে, পরীমনি এখন বেশ সুস্থ। কিছুদিন আগে জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এজন্য একটি ছবি থেকে নিজেকে প্রত্যাহারও করে নেন। প্রযোজনা প্রতিষ্ঠানের ঘোষণার মাধ্যমে তিনি আবার কাজে যুক্ত হচ্ছেন।

পরীমনি অভিনীত গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ মুক্তি পাবে ৬ এপ্রিল।

Leave A Reply

Your email address will not be published.