‘প্রেমের বাঁধন’এ তানিন সুবহা

0 ১,৪১৯

cuktiffff-copyআলমগীর, বিনোদন : প্রেমের বাঁধন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা তানিন সুবাহ। এটি পরিচালনা করছেন গাজী জাহাঙ্গীর। তানিন সুবহা ছাড়াও ছবিটিতে অভিনয় করবেন বাপ্পি চৌধুরী ও মাহিয়া মাহী।

রবিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) পরিচালক সমিতির অফিসে এ চুক্তি সাক্ষরিত হয়।

এই মাসের শেষে ‘প্রেমের বাঁধন’ ছবির শুভ মহরত অনুষ্ঠিত হতে হবে। সাম্প্রতিক ইমদাদুল হক খান পরিচালিত ‘মন নিয়ে লুকোচুরি’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তানিন সুবাহ নায়িকা।একটি ত্রিভুজ প্রেমের কাহিনি নিয়ে ‘প্রেমের বাঁধন’ ছবিটি নির্মিত হচ্ছে। ৭ নভেম্বর থেকে ছবিটির শুটিং শুরু হবে।

চিত্রনায়িকা তানিন সুবহা বলেন, বাপ্পী, মাহী ও পরিচালক গাজী জাহাঙ্গীর সাথে আমার এটা প্রথম কাজ । আমি মনে করি এটা আমার জন্য বড় পাওয়া। ভালো মানের অভিনয় করে দর্শক মনে বেঁচে থাকতে চাই। ছবিটি নিয়েও অনেক আশাবাদী।

Leave A Reply

Your email address will not be published.