ফজলুল হক স্মৃতি পুরস্কার পাচ্ছেন সুচন্দা-রাফি

0 ২৯৫

বিনোদন ডেস্ক: প্রতি বছরের মতো এ বছরও নভেম্বরের শেষ সপ্তাহে দু’জন ব্যক্তিত্বকে প্রদান করা হচ্ছে ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’। এবার ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ পাচ্ছেন সাংবাদিক রাফি হোসেন ও অভিনেত্রী কোহিনূর আক্তার সুচন্দা।

জানা গেছে, অভিনেত্রী সুচন্দা চলচ্চিত্র পরিচালনায় এবং রাফি হোসেন চলচ্চিত্র সাংবাদিকতায় এই পুরস্কার পাচ্ছেন। প্রতিটি পুরস্কারের অর্থমূল্য পঁচিশ হাজার টাকা। সঙ্গে থাকবে সম্মাননাপত্র ও ক্রেস্ট।

২০০৪ সালে প্রখ্যাত কথাসাহিত্যিক রাবেয়া খাতুন ফজলুল হকের স্মরণে এই পুরস্কারের প্রবর্তন করেন।

বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃৎ ও প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক ও বাংলাদেশের প্রথম শিশুতোষ চলচ্চিত্র ‘প্রেসিডেন্ট’এর পরিচালক প্রয়াত ফজলুল হক ১৯৩০ সালে ২৬ মে বগুড়ায় জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৯০ সালের ২৬ অক্টোবর মারা যান। কথাসাহিত্যিক রাবেয়া খাতুন তার সহধর্মিণী।

Leave A Reply

Your email address will not be published.