ফরাসি ওপেনে এগোলেন সিন্ধু

0 ৯৯০

sindhu-19-8খেলাধুলা ডেস্ক : ফরাসি ওপেন সুপার সিরিজের দ্বিতীয় রাউন্ডে পৌঁছলেন ভারতের পিভি সিন্ধু ও এইচএস প্রণয়৷

গত সপ্তাহে ডেনমার্ক ওপেনে দ্বিতীয় রাউন্ডে বিদায় নিয়েছিলেন সিন্ধু৷ কিন্তু এদিন ৪৫ মিনিটের লড়াইয়ে স্ট্রেট গেমে (২১-৯,২৯-২৭) হং কং-এর প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে মহিলা সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে ওঠেন অলিম্পিকে রুপো জয়ী ভারতীয় ব্যাডমিন্টন তারকা৷ দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন সিন্ধুর সামনে প্রথম গেমে দাঁড়াতেই পারেননি প্রতিপক্ষ৷রুষ সিঙ্গলসের দ্বিতীয় রাউন্ডে উঠলেন সুইস ওপেন চ্যাম্পিয়ন প্রণয়৷ থাইল্যান্ডের বুনসাক পনসানার বিরুদ্ধে স্ট্রেট গেমে (২১-১৬, ২১-১৮) ম্যাচ জিতে নেন তিনি৷ দ্বিতীয় রাউন্ডে চিনা তাইপের তিয়েন চেনের বিরুদ্ধে কোর্টে নামবেন প্রণয়৷ তবে প্রথম ম্যাচেই হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন জয়রাম৷

Leave A Reply

Your email address will not be published.