ফারিয়া প্রস্তুতি নিচ্ছেন

0 ৭৫৬

nusrat-300x300বিনোদন ডেস্ক : নুসরাত ফারিয়া উপস্থাপিকা কাম চিত্রনায়িকা। ছোট পর্দা থেকে চলচ্চিত্র কাজ করে ব্যাপক দর্শকপ্রিয়তা অরজন করেছেন। ঈদুল ফিতরে ‘বাদশা’ ছবিতে জিতের নায়িকা হিসেবে দুর্দান্ত অভিনয় করে আলোচনায় তিনি। সামনে মুক্তি পাবে তার অভিনীত এবং  জাকির হোসেন রাজুর পরিচালিত ‘প্রেমী ও প্রেমী।’ এতে তার বিপরীতে অভিনয় করেছেন হালের ক্রেজ হিরো আরিফিন শুভ।

যৌথ প্রযোজনার নতুন আরও একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ফারিয়া।  ছবিতে একেবারে ভিন্ন একটি লুকে দর্শকরা দেখবেন তাকে। এখন নতুন ছবির জন্য নিজেকে প্রস্তুত করছেন এই নায়িকা। খুব শিগগিরই নতুন ছবিটির বিষয়ে ঘোষণা দেয়া হবে বলে জানান তিনি।

Leave A Reply

Your email address will not be published.