প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, দিনের পর দিন সময় লাগে একজন নেতা তৈরি হতে। কিন্তু নষ্ট হতে এক সেকেন্ড সময় লাগে। দলের প্রকৃত ত্যাগী কর্মীরা দলের শক্তির অপব্যবহার করে না, তারা বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে-ধারণ করে। যারা দল নিয়ে ষড়যন্ত্র করে আসছে দলে তাদের কোন স্থান হবে না। দলে বর্ণচোরাদের স্থান হবে না।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার পৌর শাখা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি’র বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি উপরোক্ত কথা বলেন।
ফুলবাড়ী সরকারী কলেজ সংলগ্ন উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. হায়দার আলী শাহ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মুশফিকুর রহমান বাবুলের সঞ্চালনায় আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা আওয়ামী লীগের যূগ্ম সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, সদস্য সৈয়দ মেহেদী হাসান রুবেল, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান শাহ কামরু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নীরু সামসুন্নাহার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক গোলাম মওলা রঞ্জু। এছাড়াও বক্তব্য রাখেন পৌর যুবলীগের সভাপতি তানভীর আহমেদ, সাধারণ সম্পাদক মো. সবুজ, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুমিত শীল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মানিক হোসেন, যূগ্ম সাধারণ সম্পাদক গোলাম আজম, পৌর ছাত্রলীগের সভাপতি মুশফিকুর রহমান রিয়াদ, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ফুলবাড়ী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নাসিম মাহমুদ, শহীদ স্মৃতি আদর্শ কলেজ শাখা ছাত্রলীগের যূগ্ম আহবায়ক প্লাবন শুভ, ছাত্রনেতা নাহিদ ইসলাম, সাদ্দাম হোসেন প্রমুখ।