ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : ‘কাউকে পিছিয়ে রাখা যাবে না’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে টেকশই উন্নয়ন অভীষ্ট; প্রেক্ষিত সমতলের ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী ও দলিদ সম্প্রদায় শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় বেসরকারি সংস্থা গ্রাম বিকাশ কেন্দ্রের (জিবিকে) উদ্যোগে ও হেকস্ ইপার সুইজারল্যান্ড’র সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত কর্মশালা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী।
গ্রাম বিকাশ কেন্দ্রের (জিবিকে) সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার সারাহ্ মারান্ডী’র সভাপতিত্বে ও গ্রাম বিকাশ কেন্দ্র (জিবিকে) আলো প্রকল্পের উপজেলা ম্যানেজার শাহ মো. সাদিয়ার রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামীম আশরাফ, মৎস্য কর্মকর্তা মোছা. মাজনুন্নাহার মায়া, উপজেলা দলিত-আদিবাসী প্লাটফর্মের সভাপতি প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, ইউপি চেয়ারম্যান মওলানা মো. নবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, জনস্বাস্থ্য কর্মকর্তা সোহানুর রহমান সোহান, সমবায় কর্মকর্তা মো. হাফিজুর ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. রাজ্জাক উল হায়দার। অন্যান্যেদের মধ্যে বক্তব্য রাখেন আদিবাসী সম্প্রদায়ের ইউলিস মুর্মু, কালাইমা মারান্ডী, দলিত সম্প্রদায়ের মিনতি বাঁশফোর প্রমুখ।
কর্মশালায় বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী, সমাজসেবকসহ দলিত ও নৃ-তাত্ত্বিক সম্প্রদায়ের নারী-পুরুষ অংশ নেন।