ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : ‘সত্য-মিথ্যা যাচাই আগে, ইন্টারনেটে শেয়ার পরে’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল বৃহস্পতিবার ডিজিটাল বাংলাদেশ দিবস পালন করা হয়েছে।
সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টনের নের্তৃত্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌরশহরে বের করা হয়।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরীর সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামীম আশরাফ, বীর মুক্তিযোদ্ধা মো. এছার উদ্দিন।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শমশের আলী মন্ডল, সহকারী প্রোগ্রামার মো. মাহামুদুল হাসান, সমবায় কর্মকর্তা মো. হাফিজুর ইসলাম, সমাজসেবা কর্মকতা মো. আখতারুজ্জামান, জনস্বাস্থ্য কর্মকর্তা সোহানুর রহমান সুমন, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, ফুলবাড়ী প্রেসক্লাবের যূগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত মন্ডল, সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি’র জুনিয়র প্রোগ্রাম অফিসার মো. মোতলেবুর রহমান প্রমুখ।
এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে উপহার দিয়েছেন। প্রযুক্তির সু-ব্যবহার ও অপব্যবহার সম্পর্কে আমাদের সকলকে সচেতন হতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কোনকিছু শেয়ার করার আগে তথ্য যাচাই করে শেয়ার করলে নিজেও সুরক্ষিত থাকা যায় এবং অন্যের মানহানি রোধ করা যায়। প্রযুক্তির সু-ব্যবহারে দেশ কে আরো সমৃদ্ধ করতে হবে। তবেই উন্নত দেশে পৌঁছে যাবে বাংলাদেশ। #
Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Prev Post
প্রধানমন্ত্রীর সাথে রাজশাহী জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি- সাধারণ সম্পাদকের সাক্ষাৎ
Next Post