ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে গতকাল সোমবার শান্তিপূর্ণ পরিবেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও ভোকেশনাল (সমমান) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, জিএম পাইলট উচ্চ বিদ্যালয় ও দারুস সুন্নাহ সিদ্দিকীয়া মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা দিচ্ছে। বিদ্যালয়ের গেটের বাহিরে অপেক্ষা করছেন অভিভাবকরা। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, কৃষি কর্মকর্তা এটিএম হামীম আশরাফ, প্রকৌশলী মো. শাহিদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ (ওসি) ফখরুল ইসলাম প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা দফতর সূত্রে জানা যায়, চলতি এসএসসি পরীক্ষায় ১ হাজার ১৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে তিন জন, দাখিল পরীক্ষায় ২৮১ জনের মধ্যে দুই জন ও ভোকেশনাল পরীক্ষায় ২৯১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ জন অনুপস্থিত রয়েছেন।
এর মধ্যে সুজাপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি ৪১০ জন পরীক্ষার্থীর মধ্যে একজন এবং ভোকেশনালে ২৯১ জন পরীক্ষার্থীর মধ্যে একজন, জিএম পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৩৩ জনের পরীক্ষার্থীর মধ্যে ১ জন, দাদুল চোকিয়াপাড়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ২৫১ জনের পরীক্ষার্থীর মধ্যে ১ জন ও দারুস সুন্নাহ সিদ্দিকীয় মাদ্রাসা কেন্দ্রে ২৮১ জনের মধ্যে দুই জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী বলেন, অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসএসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রেগুলোতে কঠোর নজরদারি রাখা হয়েছে। কোনপ্রকার বিঘœতার ঘটনা ঘটেনি। আশা করা যাচ্ছে বাকি পরীক্ষাগুলোর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে।
Prev Post