ফেডারেল হোমিও মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোহেলা পারভীন কি স্বাধীনতা বিরোধী ?
আলমগীর,
ফেডারেল হোমিও মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোহেলা পারভীন। বাংলাদেশের স্বাধীনতা কে স্বীকার করে না । তারই ধারাবাহীকতায় ২৬ এ মার্চ স্বাধীনতা দিবসে কলেজে প্রথম বারের মত পালনের নোটিশ জারী করলে ও তা পারন করিনি ।ফেডারেল হোমিও মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোহেলা পারভীন স্বাধীনতাকে বিশ্বাস করেনা। ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোহেলা পারভীনকে ফোন এ যোগাযোগ করলে সে খারাপ বেবহার করে।পরে সাধারন ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সাথে যোগাযোগ করলে তারা বলেন যে সোহেলা পারভীন ২৬ এ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও সাংস্কৃতিক আনুষ্ঠান পালন এর কথা বলে ।সে মোতাবেক সবাই কলেজে আসে পরে তারা দেখেযে কলেজ তালা মারা । সাড়াদিন কলেজে তালা দিয়ে রাখেন। তার প্রতিবাদে সাধারন ছাত্র-ছাত্রী ও শিক্ষকের মানব বন্ধন করে ফার্মগেট এলাকায় ও কলেজ এর নিচে।ছাত্র-ছাত্রী ও শিক্ষকের মানব বন্ধন করাই সোহেলা পারভীন তাদের নামে মামলা করে।