ফেরদৌস-জয়ার পুত্র
বিনোদন ডেস্ক : অটিস্টিক বাচ্চাদের সমস্যা ও এর প্রতিকারের উপায় নিয়ে নির্মিত ‘পুত্র’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ১ নভেম্বর ঢাকার স্টার সিনেপ্লেক্সে ছবিটির প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে। ছবির প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ও জয়া আহসান। ফেরদৌস বলেন, ‘দীর্ঘ অভিনয় জীবনে অনেক বাণিজ্যিক ছবিতে কাজ করেছি। অটিস্টিক বাচ্চাদের নিয়ে নির্মিত এমন ছবিতে প্রথম কাজ করলাম। অন্য রকম একটা ভালো লাগা কাজ করেছে। দায়বদ্ধতা থেকেই ছবিটিতে অভিনয় করেছি। এই ছবির জন্য অনেক পরিশ্রম করেছি। আমি মনে করি, এই ছবির মাধ্যমে অনেকেই উপকৃত হবেন। জয়া আহসান জানান, অটিস্টিক শব্দটি বলতে তার ভালো লাগে না। এদের তিনি ‘স্পেশাল চাইল্ড’ বলেন। ‘পুত্র’ ছবির গল্প সেই সব স্পেশাল চাইল্ডকে নিয়েই। বাংলাদেশ চলচ্চিত্র প্রকাশনা অধিদফতরের উদ্যোগে নির্মিত এই ছবির নির্বাহী প্রযোজনায় আছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। এটি পরিচালনা করেছেন সাইফুল ইসলাম।