ফের ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন

0 ৯৪৯

65047-earthquakephillipinesmornআন্তর্জাতিক ডেস্ক : ফের বড় ধরনের ভূমিকম্পে কেঁপে উঠল দক্ষিণ ফিলিপাইন। আজ সকালে হঠাত্ই কেঁপে ওঠে ফিলিপাইন্সের মিন্দানাও এলাকা। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.১। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

জানা গেছে, আজ  সকালে হঠাত্ই ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা এলাকা। দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও শহর থেকে ১২ কিলোমিটার দূরে হিনাতাওনই ছিল এই ভূমিকম্পের উত্সস্থল।

কম্পনের পরই প্রথমে ওই এলাকায় সুনামির সতর্কতা জারি করা হলেও, পরে অবশ্য তা তুলে নেওয়া হয়। পরিস্থিতির দিকে নজর রেখেছে প্রশাসন।

Leave A Reply

Your email address will not be published.