ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ম্যাক্রন
আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ইমানুয়েল ম্যাক্রন। রবিবার এলিসি প্রাসাদে শপথ নেন ৩৯ বছর বয়সী এই রাষ্ট্রনেতা।
এর আগে মোটরগাড়ি শোভাযাত্রার মাধ্যমে লাল গালিচার ওপর দিয়ে হেটে এলিসি প্রাসাদে প্রবেশ করেন মধ্যমপন্থি এই নেতা।
ফ্রান্সের নতুন ফাস্ট লেডি ব্রিগিটিও (৬৪) ও পরিবারের অন্যরা পৃথক একটি গাড়িতে করে এলিসি প্রাসাদে আসেন। এসময় ব্রিগেটি হালকা নীল রঙের পোশাক পরা ছিলেন।
এক সপ্তাহ আগে চরম-ডানপন্থি নেত্রী মেরিন লা পেনকে হারিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন ম্যাক্রন। নেপোলিয়নের পর তিনিই ফ্রান্সের সবচেয়ে কম বয়সী রাষ্ট্রপতি।
নতুন রাষ্ট্রপতির সামনে চ্যালেঞ্জ হিসেবে থাকছে ফ্রান্সের অর্থনীতিকে পুনর্গঠন ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক জোরদার করা। একই সঙ্গে কর্ম সংস্থানের সুযোগ বৃদ্ধি করা।- এএফপি।