বগুড়ায় ডিসির নম্বর ক্লোন করে চাঁদা দাবি

0 ১২৬

বগুড়া প্রতিনিধি: বগুড়ার জেলা প্রশাসকের (ডিসি) সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। জেলা প্রশাসকের সরকারি নম্বর( ০১৭১৩২০২৪৫৫) থেকে জেলার বেশ কয়েকটি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সচিবকে কল দিয়ে চেয়ারম্যানদের কাছে চাঁদা দাবি করা করে হয়েছে।

মঙ্গলবার(১৫ আগস্ট) সন্ধ্যায় জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম স্থানীয় গণমাধ্যমকর্মীদের এসব তথ্য নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক সাইফুল ইসলাম বলেন, ‘এটি একটি প্রতারণা ও জালিয়াতিরমূলক অপকর্ম। এই অপকর্ম হতে সকলকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

জেলা প্রশাসক, বগুড়ার নাম ও মোবাইল নম্বর ব্যবহার করে যদি কারো কাছে কেউ কোন কিছু দাবী করে বা কোন সেবা দেয়ার কথা বলে অর্থ বা ঘুষ দাবী করে তাহলে কোন অবস্থাতেই এই ধরণের অবৈধ লেনদেন না করার জন্য অনুরোধ করছি।’

তবে ‘এ ব্যাপারে থানায় সাধারণ ডায়েরি করার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। তাছাড়াও সংশ্লিষ্ট মোবাইল অপারেটরকে সমায়িকভাবে এই নম্বরটি বন্ধ রাখার জন্য বলা হয়েছে।’ তিনি জানিয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.