শেরপুর (বগুড়া) প্রতিনিধি-বগুড়া শেরপুরে রনবীরবালা ঘাটপার থেকে ডিবি পুলিশের পরিচয় দিয়ে গত বৃহস্পতিবার বিকালে অসহায় এক বৃদ্ধের অটোভ্যান চুরি করে নিয়েছে দুই ভদ্রবেশী চোর। ভ্যান হারিয়ে সে এখন দিশেহারা।
জানা জায়, উপজেলার চৌবাড়িয়া গ্রামের মৃত কুড়ান শেখের ছেলে ভ্যান চালক আফজাল শেখ পরিবারের ভরণ পোষনের জন্য দীর্ঘদিন ধরে জীবিকা নির্বাহ করে আসছে। প্রতিদিনের ন্যায় গত বৃহস্পতিবার সকালে ভাড়ার জন্য বাড়ি থেকে ভ্যান নিয়ে বের হয়। ওই দিন বিকাল পৌনে ৫ টার দিকে সার্ট-প্যান্ট পরা দুইজন লোক ডিবি পুলিশের পরিচয় দিয়ে বথুয়াবাড়ি বাজার থেকে তার অটোভ্যান ভাড়া করে পাশ্ববর্তী ধুনট উপজেলার শাঁকদহ গ্রামে যায়, সেখানে তারা ২০/৩০ মিনিট এদিক সেদিক ঘোরাঘুরি করে শেরপুর আসার কথা বলে আবারও অটোভ্যানে ওঠে। তাদের নিয়ে শেরপুরের দিকে রওনা হয় ভ্যান চালক। শেরপুর শহরের কাছাকাছি রনবীরবালা ঘাটপার এলাকায় এসে দুই যাত্রী রাস্তায় দাঁড়িয়ে ভ্যান চালককে পাশের একটি গোডাউনের পিছন থেকে তাদের রাখা দুটি কাঠাল নিয়ে আসতে বলে। ভ্যান চালক আফজাল শেখ সরল মনে গোডাউনের পিছনে গিয়ে কাঠাল না পেয়ে ফিরে এসে দেখে ভ্যান সহ যাত্রীরা নেই। এদিক সেদিক খোঁজাখুজি করে কোন খোঁজ না পেয়ে কান্নায় ভেঙ্গে পড়ে বৃদ্ধ ভ্যান চালক। তার কান্না দেখে আশেপাশের লোকজন এগিয়ে এসে ঘটনা শুনে তারাও খুঁজতে থাকে। শেষ পর্যন্ত এখনো কোন খোঁজ পাওয়া যায়নি ভ্যান ও ভূয়া ডিবি পুলিশের। এ ঘটনায় ভ্যান চালক থানায় কোন অভিযোগ করেনি বলে জানা গেছে।