শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কে গত শুক্রবার রাতে গরু বোঝাই ট্রাক লুটে নিয়েছে সশস্ত্র ডাকাতদল। এছাড়া ডাকাতদলের মারপিটে গরুর ব্যাপারী, ট্রাকের চালক, হেলপারসহ পাঁচজন আহত হয়েছে।
জানা যায়, শুক্রবার রাতে দিনাজপুর থেকে ঢাকাগামী একটি গরু বোঝাই ট্রাক উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের ঘোগা ব্রীজ এলাকায় পৌছিলে পিছন থেকে আরেকটি ট্রাক ওভারটেক করে তাদের গতি রোধ করে ১৫-২০ জন লুঙি পরিহিত ডাকাত দেশিয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালিয়ে মারপিট করে হাত পা বেঁধে রাস্তার পাশে ফেলে রেখে গরু বোঝাই ট্রাক নিয়ে চলে যায়। এ ঘটনায় গরুর ব্যাপারী কুষ্টিয়া মিরপুরের শান্ত মিয়া বলেন, আমরা শুক্রবার দিনাজপুরের রামবাড়ি হাট থেকে ২৫টি গরু কিনে ট্রাক যোগে ঢাকা যাওয়ার সময় শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। এতে আমাদের ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
শেরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক বুলবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি ট্রাকটি উদ্ধার ও এর সঙ্গে জড়িতদের ধরতে জোর চেষ্টা চালানো হচ্ছে।