বগুড়া প্রতিনিধি: ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোন স্থান নেই, আসুন আমরা সন্ত্রাস ও জঙ্গিবাদদের বিরুদ্ধে গণ প্রতিরোধ গড়ে তুলি এবং মাদককে না বলি’ এই স্লেøাগানকে সামনে রেখে দেশব্যাপী সন্ত্রাস, জঙ্গিবাদ, গুপ্তহত্যা, নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে দূর্বার প্রতিরোধ গড়ে তুলতে সকল স্তরে জঙ্গিবাদের অপতৎপরতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির চলমান প্রক্রিয়ার এক পর্যায়ে বগুড়া শেরপুরে দলিল লেখক সমিতি ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন(মাদ্রাসা শিক্ষক সমিতি) শেরপুর উপজেলার উদ্যোগে গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ঢাকা-বগুড়া মহাসড়কে ও সাব-রেজিষ্ট্রি অফিস কার্যালয়ে পৃথকভাবে জঙ্গি বিরোধী সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ আলহাজ্ব মাওঃ মোঃ আব্দুল হাই বারী’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া -৫ শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফিরুজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান খান, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহ জামাল সিরাজী, শেরপুর শহীদিয়া কামিল ¯œাতকোত্তর মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান প্রমূখ।
অপরদিকে শেরপুর সাব-রেজিষ্ট্রি অফিস কার্যালয়ে শেরপুর উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি এস এম ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমান, মুক্তিযোদ্ধা আকিম উদ্দিন, হাবিল সরকার, সজীব দাস সাজু ,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, যুবলীগ নেতা রাসেল আহম্মেদ, গৌতম দাস, পার্থ সারথী বাবন, প্রমুখ। মানববন্ধন কর্মসুচী ও সমাবেশগুলোতে দলিল লেখক সমিতির সকল সদস্য, এলাকাবাসী ও মাদ্রাসা পর্যায়ের সকল শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।