শেরপুর(বগুড়া)প্রতিনিধি: বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এক আনন্দঘন পরিবেশে নব-নির্বাচিত চেয়ারম্যানের কাছে ক্ষমতা হস্তান্তরের অনুষ্ঠান হয়।
জানা যায়, গত ৭ মে ৫ম দফায় সম্পন্ন হওয়া স্থানীয় সরকার ইউপি নির্বাচনে বগুড়ার শেরপুরের ভবানীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আবুল কালাম আজাদ নির্বাচিত হয়। নির্বাচিত চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহনের পরে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনন্দঘন পরিবেশে ক্ষমতা হস্তান্তর অনুষ্ঠান হয়। এতে সাবেক ইউপি চেয়ারম্যান জি এম মোস্তফা কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেরপুর উপজেলা কৃষকলীগের সভাপতি এস এম আবুল কালাম আজাদ, নব-নির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান তছির উদ্দিন সরকার, আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল আকন্দ, রফিকুল ইসলাম বুলু, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার সাজাহান আলী, ইউপি সচিব আব্দুস সালাম প্রমুখ বক্তব্য রাখেন। শেষে সাবেক চেয়ারম্যান জিএম মোস্তফা কামাল চেয়ারম্যানের দায়িত্বে থাকা ক্ষমতা নব-নির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম আজাদের হাতে অর্পন করে ও চেয়ারম্যান আসনে বসিয়ে মিষ্টিমুখ করান। এসময় নর্ব-নির্বাচিত চেয়ারম্যানের পক্ষ থেকে বিদায়ী সাবেক চেয়ারম্যান ও ইউপি সদস্যদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়।
Next Post