বগুড়ার শেরপুরে ২৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

0 ১,০১৪

SHERPUR (BOGRA) PIC-20.08.2016-1শেরপুর (বগুড়া) প্রতিনিধি-বগুড়ার শেরপুরের বণিকপাড়া এলাকায় গত শুক্রবার রাতে মাদকদ্রব্য বিক্রির সময় থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৫ পিচ ইয়াবাসহ একরামুল হক বাচ্চু (৩৫) নামের এক মাদক ব্যবসায়ী আটক করা হয়েছে।
জানা যায়, উপজেলার কুসুম্বি ইউনিয়নের বণিকপাড়া এলাকার নূরুল ইসলামের ছেলে একরামুল হক বাচ্চু দীর্ঘদিন ধরে নিজ বাড়ি থেকে মাদক বিক্রি করে আসছিল। গত শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় শেরপুর থানা পুলিশের এসআই ডেভিড হিমাদ্রী বর্মা গোপন সংবাদ পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে তার বিছানার নিচ থেকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মাদক বিক্রেতা বাচ্চুকে আটক করে থানায় নিয়ে যায়। এলকাবাসী জানায় বাচ্চু দীর্ঘদিন যাবত ইয়াবাসহ বিভিন্ন মাদক বিক্রি করে। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান বলেন আটককৃত বাচ্চুর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.

সম্পাদক ও প্রকাশক : বিজয় কুমার ঘোষ। সহকারী বার্তা সম্পাদক : এএস সুমন। কার্যালয়ঃ পুঠিয়া, রাজশাহী। মোবাইলঃ ০১৭১১-০০০২৯৬, ০১৭১৮-১২১২৪২, ই-মেইলঃ newsbdsangbad24@gmail.com/ newsrajshahipratidin@gmail.com