শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর পৌরশহরের মজিবর রহমান গার্লস স্কুল মার্কেটের দুই ব্যবসা প্রতিষ্ঠানে গত শুক্রবার গভীর রাতে দুর্বৃত্তরা প্রায় সাড়ে তিন লাখ টাকার মালামাল দুঃসাহসিকভাবে চুরি করে নিয়ে চলে যায়।
জানা যায়, রেজাউল হক মিলন ও তৌহিদ দীর্ঘদিন ধরে ঢাকা-বগুড়া মহাসড়ক সংলগ্ন শেরপুর পৌর শহরের মজিবর রহমান স্কুল মার্কেটে দোকান নিয়ে ব্যবসা করে আসছিল। প্রতিদিনের মতো গত শুক্রবার সন্ধ্যার পর দোকান বন্ধ করে তারা বাড়ি যায়। পরদিন শনিবার সকালে এসে দেখে তাদের দোকানের শাটার খোলা। দোকানের ভিতর গিয়ে দেখে ২০টি গ্যাসের সিলিন্ডার ও ৭টি গ্যাসের চুলাসহ বেশ কিছু নগদ টাকা লুটে নেওয়া হয়েছে। অন্য ব্যবসায়ী দৌলাতুজ্জামান তৌহিদের মালিকানাধীন স্টার এন্টারপ্রাইজের তালা ভেঙে শাটার খুলে দুর্বৃত্তরা ৯টি এলইডি টেলিভিশনসহ নগদ টাকা লুট করে নিয়ে যায় বলে তারা জানান।
শেরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক বুলবুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।